আর্ন্তজাতিক ন্যায়বিচার আদালতে বিচারপতি পদে ফের নির্বাচিত হলেন দলবীর ভাণ্ডারী
কুলভূষণ যাদব মামলা যখন আর্ন্তজাতিক আদালতে বিচারাধীন সেসময় এই নির্বাচনকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: আর্ন্তজাতিক ন্যায়বিচার আদালতে বিচারপতি পদে পুনর্নির্বাচিত হলেন দলবীর ভাণ্ডারী। পরাজয় আঁচ করতে পেরে শেষপর্যন্ত নাম তুলে নেন ব্রিটেনে প্রার্থী ক্রিস্টোফার গ্রিনউড। কুলভূষণ যাদব মামলা যখন আর্ন্তজাতিক আদালতে বিচারাধীন সে সময় ভারতের এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এগারো রাউন্ডে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোট সদস্যের দুই তৃতীয়াংশ ভোট পেয়েছিলেন ভাণ্ডারী। শেষপর্যন্ত সাধারণ সভার অধিবেশনে মোট ১৮৩টি ভোট পান এই ভারতীয় বিচারপতি। পাশাপাশি নিরাপত্তা পরিষদের ১৫ ভোট তিনি পেয়ে যান। নির্বাচনে জয়লাভের পর ভাণ্ডারী বলেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।‘
এনিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারপতি নির্বাচিত হলেন ভাণ্ডারী। ২০১২ সালের নির্বাচনে রাষ্ট্রসংঘের দুই সভা মিলিয়ে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। সেবার হারিয়েছিলেন ফিলিপিন্সের প্রতিদ্বন্দ্বীকে।