জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজত্ব বদলেছে, বদলে গিয়েছে রাস্তাঘাটও... তবুও ১২১ বছর পর গন্তব্যে পৌঁছল চিঠি। এই চিঠির যাত্রা শুরু হয়েছিল ১৯০৩ সালে, যা এবছর যুক্তরাজ্যের সোয়ানসি শহরে নিজের গন্তব্যে এসে পৌঁছায়। ব্যাপারটা মজার ও অবিশ্বাস্যও বটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Joy Bangla: হচ্ছেটা কী! বদলের বাংলায় এবার 'জয় বাংলা' বললেই কানের গোড়ায়...


চিঠিটি পাঠানো হয়েছিল সোয়ানসির ক্রাডক স্ট্রিটের একটি ঠিকানায়। তখন সেখানে ছিল একটা সাধারণ বাড়ি। এখন সেই ঠিকানায় রয়েছে একটি ব্যাংক। ব্যাংকটির বিপণন কর্মকর্তা হেনরি ডার্বি এই ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তখন শোরগোল পড়ে যায়। তিনি জানান, লিডিয়া ডেভিস নামে একজনের কাছে পোস্টকার্ডটি পাঠানো হয়েছিল। চিঠিটির ওপরের পোস্টমার্ক দেখে ডার্বি নিশ্চিত হন, এটি পোস্ট করা হয়েছিল ১৯০৩ সালের ৩ আগস্ট। এতে রাজা এডওয়ার্ডের শাসনকালের একটি স্ট্যাম্পও লাগানো রয়েছে। বহু পুরোনো চিঠি হওয়ায় চিঠিটির এখন জীর্ণ দশা। চিঠিটির অধিকাংশ লেখাই আর বোঝা যাচ্ছে না। তবে 'প্রিয়তম, আমি পারিনি' এই একটি বাক্যই পড়তে সক্ষম হয়েছেন ডার্বি। বাক্যটিতে যেমন ভালোবাসা রয়েছে, তেমন হতাশাও রয়েছে, তাই অনেকের কৌতূহল বাড়িয়েছে এই চিঠি। এত দীর্ঘ সময় পরে চিঠিটি গন্তব্যে পৌঁছানোর কারণ এখনো পরিষ্কার নয়।


আরও পড়ুন- Pakistan: পাকিস্তানেও আরজি করের ছাপ! ছাত্রী-ধর্ষণের জেরে ছাত্রবিক্ষোভ, আগুন জ্বলছে লাহোরে...


রয়্যাল মেইরের পক্ষ থেকে বলা হয়েছে, 'সম্ভবত এটি দীর্ঘ সময় ডাকঘরের কোথাও আটকে ছিল এবং সম্প্রতি নতুন করে সিস্টেমে ফিরে আসে। একবার সিস্টেমে এলে পোস্টকর্মীদের দায়িত্ব সেটাকে সঠিক ঠিকানায় পৌঁছানো।' কিছু মানুষ আবার ভাবছেন, চিঠিটি হয়তো হারিয়ে গিয়েছিল। কেউ সেটা খুঁজে পেয়ে ডাকবাক্সে রেখে গিয়েছেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)