`স্বাধীনতা চাই`, বিক্ষোভে উত্তাল পাকিস্তান
ওয়েব ডেস্ক : 'স্বাধীনতা চাই'। দাবি এবার পাকিস্তানের অন্দরেই। স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।
জানদেলিতে জম্মু-কাশ্মীর ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক মিছিলের। মিছিলের দাবি ছিল একটাই, অবিলম্বে পাক শাসন থেকে মুক্তি।
স্থানীয় নেতাদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পাঠিয়ে সেখানকার শান্তি নষ্ট করছে পাকিস্তান। স্থানীয়দের উপর অত্যাচার করছে পাক সেনা। রাস্তা নেই, খাবার নেই, জীবিকা অর্জনের উপায় নেই, এমনকী বইও নিষিদ্ধ এই অঞ্চলে। তাঁদের ভোটাধিকারও নেই। কার্যত 'দাস' বানিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন, 'ব্রহ্মাস্ত্র প্রয়োগে' এবার সরাসরি চিনকে 'চোখ রাঙাল' ভারত!