নিজস্ব প্রতিবেদন: করোনার কবল থেকে ছাড় পাচ্ছেন না কেউ। আক্রান্ত হচ্ছেন বাঘা বাঘা রাজনীতিবিদ থেকে সেলেবরা। তাই ভাইরাসের কবলে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে পড়তে না হয়, তাই মস্কোয় তাঁর বাসভবনে স্যানিটাইজ টানেল বসানো হলো। মঙ্গলবার রাশিয়ার একটি সংবাদ মাধ্যমের খবর, বাইরে থেকে যে কেউ পুতিনের সঙ্গে দেখা করতে গেলে সেই টানেলের মধ্য দিয়ে যেতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভারত একতরফা সিদ্ধান্ত নিলে তার ফল ভাল হবে না, হুশিয়ারি চিনা বিদেশমন্ত্রকের


বিশেষ এই টানেলটি তেরি করেছে পেঞ্জার এক রাশিয়ান কোম্পানি। ওই সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে মাস্ক পরা লোকজন স্যানিটাইজ টানেলের মধ্য দিয়ে গিয়ে পুতিনের নবো-অগারেভো বাসভবনে ঢুকছেন। স্যানিটাইজ টানেলের মধ্যে প্রবেশকারীদের চারিদিকে জীবানুনাশক ছড়িয়ে দেওয়া হচ্ছে। জীবানুনাশক সম্পূর্ণ রূপে স্যানিটাইজ করছে প্রবেশকারীর পোষাক ও সারা দেহ।
এপ্রিল মাসে পুতিনের মুখপাত্র পেসকোভ জানিয়ে ছিলেন পুতিনের সঙ্গে দেখা করা একজন করোনা আক্রান্ত হয়েছেন। একমাস পরে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা বলেছিলেন তিনি। রাশিয়ায় এপর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। করোনা আক্রান্তর নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে পুতিনের দেশ।