নিজস্ব প্রতিবেদন: সাধারণভাবে নববর্ষের দিনই আমাদের নজর থাকে সিডনি অপেরা হাউস ও সিডনি হারবারের ওপরে। রাত বারোটা পার হওয়ার পরই আলোকিত হয়ে ওঠে অপেরা হাউস। এবার অন্যরকম দৃশ্য। দীপাবলি উপলক্ষ্যে ফের আলোকিত হল সিডনি অপেরা হাউস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাকিস্তান যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে, উরিতে পাক হামলা নিয়ে সরব অধীর



দীপাবলি উপলক্ষ্যে অপেরা হাউসকে আলোকিত করার উদ্যোগ নেন অস্ট্রেলিয়ায় ভারতের কনসাল জেনারেল মণীশ গুপ্ত ও নিউ সাউথ ওয়েলসের সাংসদ জিওফ লি।


লি বলেন, আজকের সন্ধেয় দীপাবলি পালন করছি আমরাও।  একই সঙ্গে অস্ট্রেলিয়ার বসবাসকারী ভারতীয়দের উত্সবে সামিল হতে আলোকিত করা হচ্ছে সিডনি ওপেরা হাউস। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ।



আরও পড়ুন-ইলিশ আর রুইমাছের ভোগ ঢাকা কালীবাড়িতে, করোনায় এবার বন্ধ পুষ্পাঞ্জলি


মণীশ গুপ্ত বলেন, দীপাবলিতে অপেরা হাউস আলোকিত করা ভারতীয়দের কাছে বড় পাওনা।  কোভিড পরিস্থিতিতেও যেভাবে এই আয়োজন করা হয়েছে তা অস্ট্রেলিয়ায় বসাবসকারী ভারতীয়রা ও দেশের মানুষ খুশি হবে। এর জন্য আমরা কৃতজ্ঞ।