নিজস্ব প্রতিবেদন : জনসাধারণের জন্য খুলে গেল বিশ্বের দীর্ঘতম গ্লাস ব্রিজ বা কাঁচের সেতু। চিনের হেবেই প্রদেশের শিজিয়াঝুয়াংয়ে অবস্থিত সেতুটি লম্বায় ৪৮৮ মিটার। আর চওড়ায় ২১৮ মিটার। পিংশান কাউন্টির হংগিয়াগু সিনিক এলাকায় দুটি খাড়াই পাহাড়ের ঢালের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে এই গ্লাস ব্রিজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিজটি তৈরি হয়েছে কাঁচের ১০৭৭টি আয়তকার শার্সি দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজটি। যার এক-একটি শার্সি ৪ সেন্টিমিটার করে চওড়া। কাঁচের শার্সিগুলির সব মিলিয়ে মোট ওজন কমপক্ষে ৭০ মেট্রিক টন। পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি এই ব্রিজের চমক শুধু স্বচ্ছতাতেই নয়, রয়েছে আরও একটি বিশেষত্ব। এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে কেউ যখন ক্রমশ ব্রিজটির মধ্যস্থলের দিকে এগিয়ে আসবে, ততই হাল্কা দুলতে থাকবে ব্রিজটি।


একদিকে পায়ের নীচের দিকে তাকালে গভীর খাদ, অন্যদিকে দোদুল্যমান ব্রিজ.... বলাই বাহুল্য যে এই ব্রিজে হাঁটতে গেলে বুকের দম থাকা দরকার... ভিডিওতে দেখুন বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুকে-



আরও পড়ুন, আকাশে উড়ল চিনে তৈরি বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান