ওয়েব ডেস্ক: এতদিন কতরকম স্যালুটই তো দেখেছেন। আসল স্যালুট হয়তো একরকমেরই। কিন্তু সেগুলোই নানা মানুষ তাঁর নিজস্ব কায়দায় করেন। আর সেটা দেখতেও দারুণ লাগে। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও কাউকে স্যালুট করেছেন। কিন্তু আপনি কি কখনও ওয়াটার স্যালুট দেখেছেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা


ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আর তারপরেই নতুন প্রেসিডেন্টের বিমানকেই ওয়াটার স্যালুট দেওয়া হল। যেটা দেখলে আপনার দারুণ লাগবে। সাধারণত, এসব জিনিস সচরাচর দেখা যায় না। তাই নিচের ভিডিওতে দেখে নিন ট্রাম্পের বিমানকে করা সেই ওয়াটার স্যালুটের দুর্দান্ত ছবি। কী অপূর্ব
লাগবে দেখুন।