নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে সমর্থন আদায়ের চেষ্টা করলেও হালে পানি পায়নি পাকিস্তান। এই অবস্থায় বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে পাক সরকার। সেখানেই আপত্তি ট্রাম্পের।


আরও পড়ুন-মৃতদেহের চোখ উধাওকাণ্ডে আরজি কর হাসপাতালে তৈরি হল ৩ সদস্যের তদন্ত কমিটি


সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ট্রাম্পের সঙ্গে কথা হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। নাম না করে মোদী ট্রাম্পকে বলেন, কাশ্মীর নিয়ে উত্তেজনা তৈরি করেছে প্রতিবেশী একটি দেশে। তার পরও ইমরান খানকে সতর্ক করেন ট্রাম্প।



সংবাদমাধ্যমের খবর, ট্রাম্প ইমরান খানকে বলেন, কাশ্মীর নিয়ে দুদেশের পরিস্থিতি এখন উত্তেজক অবস্থায় রয়েছে। এই অবস্থায় মন্তব্য করার ক্ষেত্রে নরম হতে হবে। এই কঠিন পরিস্থিতিতে সংযমী হতে হবে।


আরও পড়ুন-রাজীব গান্ধীর ৭৫তম জন্মদিনে টুইটে শ্রদ্ধা জানালেন মোদী


হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। ইমরান খান ও নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্টের কথা হয়েছে। বহু বিষয় নিয়ে তিন নেতার মধ্য কথা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে কাশ্মীর প্রসঙ্গ। প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি খুবই উত্তজক তবে দুপক্ষকেই সংযত থাকতে হবে।