ওয়েব ডেস্ক : বারাক ওবামা সময়ে সময়ে কর্মরত ৫০ জন আধিকারিককেই নিজের সময়ে কাজে বহাল রাখলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের সিদ্ধান্ত থেকে কার্যত ১৮০ ডিগ্রি সরে এসেই এমন কাজ করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন কোনও হিন্দুও : বারাক ওবামা


প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পরই ট্রাম্প ও দলের সদস্যা প্রকাশ্যে জানিয়েছিলেন, তত্‍কালীন বিদায়ী প্রেসিডেন্ট ওবামার আমলে রাজনৈতিকভাবে যতজনকে সরকারি পদে নেওয়া হয়েছিল, তাঁদেরকে প্রয়োজনে সরে যেতে হবে। এমনকী রাষ্ট্রদূতরাও বাদ পড়তে পারেন। সেই হিসেব অনুসারে কোপ পড়ার কথা ছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার ওপরও। কিন্তু এবার নিজেদের অবস্থান থেকে সরে এসে ট্রাম্পের অফিস জানিয়েছে, ৫০টির বেশি পদে বহাল থাকছেন ওবামার জমানার বিশ্বস্ত অফিসাররা। কারণ, তাঁদের ওপরই আপাতত ভরসা রাখতে চাইছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।