ওয়েব ডেস্ক: জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। বিশ্বে সন্ত্রাস চালিয়ে পাকিস্তানে গিয়েই নিরাপত্তা পাচ্ছে জঙ্গিরা। ইসলামাবাদকে এর মূল্য চোকাতে হবে। এবার হুঁশিয়ারি দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের প্রবল সমালোচনা করে ট্রাম্প জানিয়েছেন, 'ইসলামাবাদের এভাবে জঙ্গিদের আশ্রয় দেওয়া আর সহ্য করবে না ওয়াশিংটন। আফগানিস্তানে আমেরিকাকে সাহায্য করলে বরং লাভবান হবে তারা। কিন্তু যেভাবে তারা অপরাধী ও জঙ্গিদের প্রশ্রয় দিয়ে চলেছে, তাতে তাদের সংকট বাড়বে বই কমবে না।'


ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে তাদের জন্য আমেরিকার আর্থিক বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে। তাঁর কথায়, ওয়াশিংটন ইসলামাবাদকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, অথচ পাকিস্তান সেই জঙ্গিদেরই যত্নআত্তি করে ঘরে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি বদলানোর আবেদন জানিয়েছেন তিনি।  পাশাপাশি আফগানিস্তানে শান্তি ফেরাতে ভারতের কাছ থেকে আরও সহায়তার আবেদন করেছেন তিনি।