ওয়েব ডেস্ক : জিতেও স্বস্তিতে নেই ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটপর্ব প্রভাবিত করায়, রাশিয়ান হ্যাকিং-য়ের অভিযোগ উঠল। এবিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একথা জানিয়েছে, হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজম ইউনিট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন ইনটেলিজেন্স কমিউনিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই, তদন্তে দাঁড়ি টানতে তত্‍পর গোয়েন্দারা। যাতে ওবামা হোয়াইট হাউস ছাড়ার আগেই, রিপোর্ট তার হাতে তুলে দেওয়া যায়।


এবার মার্কিন মহাযুদ্ধের আগে থেকেই অবশ্য, নির্বাচন প্রভাবিত করতে নানা চেষ্টার অভিযোগ ওঠে। তারই মধ্যে একটি ছিল, রাশিয়া সরকারেরই শীর্ষমহলের একাংশের মদতে, সাইবার হ্যাকিং। উদ্দেশ্য, ভোটের ফলাফলে কারচুপি। ভোটার রেজিস্ট্রেশন সিস্টেমও হ্যাকারদের নজরে ছিল বলে অভিযোগ। এপ্রসঙ্গে ট্রাম্প বরাবর রাশিয়া-যোগের কথা উড়িয়ে দিয়েছেন। যদিও রিপাবলিকানদেরই একটা বড় অংশ, এই হ্যাকিং-তদন্তের পক্ষে।


আরও পড়ুন, টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' শিরোপা উঠল ট্রাম্পের মাথায়