জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে আজব ঘটনা! মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে পালালেন চালক। আর তার জেরে বাংলাদেশের ময়মনসিংহ জংশনে যাত্রীদের তোপের মুখে পড়লেন স্টেশন মাস্টার। একেবারে তুলকালাম কাণ্ড! জানা গিয়েছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসছিল ঢাকাগামী হাওর এক্সপ্রেস। ট্রেনটি এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌঁছায়। এরপরই ট্রেন ছেড়ে চালক পালিয়ে যান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর চাউর হতেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। স্টেশন মাস্টারের ঘরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। টাকা ফেরতের দাবি জানান কয়েকজন যাত্রী। ট্রেনের এক যাত্রী জানান, ‘ময়মনসিংহ জংশনে এসে ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত আমার টিকিট। ট্রেন বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি। লোকজন বলছে, ট্রেন আর যাবে না। চালক নাকি চলে গিয়েছেন!" 


এই ঘটনায় ময়মনসিংহ জংশনের স্টেশন মাস্টার বলেন, আন্দোলনের জেরে ২৮ জোড়া ট্রেন বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প বাসে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদিও সেসব কিছুই করা হয়নি বলে খবর। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।


আরও পড়ুন, Karnataka: অতুলের পর এবার পিটার! 'ও চেয়েছিল আমি যাতে মরি...'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)