ঋতুর্পণা ভট্টাচার্য: বাঙালি মানেই পুজোর ঢাক, মাতৃশক্তির বন্দনা। সেই পুরাণ থেকেই সমাজে নারীদের অবদান নানা ভাবে তুলে ধরা হয়েছে। তা হলে,  সেই নারীবাহিনীই যখন হাতে পুজোর যাবতীয় আয়োজনের ভার তুলে নেয়, সেই পুজো যে বিশেষ হবেই তাতে কোনও সন্দেহ নেই। এরকম একটি পুজো হল ক্যালিফোর্নিয়ার উইমেনস নাউয়ের পুজো। প্রতিমা কেনা থেকে ঢাক বাজানো, ধুনুচি নাচ থেকে শুরু করে পুজোর বাজার, মণ্ডপসজ্জা, ভোগের তরিজুত, কালচারাল প্রোগ্রাম, পুজোর ক’টা দিন ভিড়কে সামাল দেওয়া, সবকিছুই মেয়েরা একা হাতে করে থাকেন। পুজোর সমস্ত প্রস্তুতি মেয়েরা যেমন সামলাচ্ছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


তবে শুধু মহিলারাই সামলাবেন, এরকম কোনও গোঁড়ামি একদমই নেই। পুজোর যাবতীয় প্রস্তুতি এবং গুরুভার মেয়েরা সামলালেও, পুজোয় অংশ নিতে ছেলেদের কোন বাধা নেই। আসলে আলাদা করে মহিলাদের গায়ের জোর দেখিয়ে নিজেদের প্রমাণ করার দরকারই বা কী! কারণ  ‘উইমেনস এমপাওয়ারমেন্ট’-এর সবচেয়ে বড় প্রতীক তো মা স্বয়ং! তবে শুধু পুজো নয়, এর পাশপাশি থাকে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন। ডান্ডিয়া নাইট, ডিজের সাথে সিঁদুরখেলা, বিসর্জন, ভোগ কিছুই বাদ পড়ে না সেই লিস্ট থেকে। আবার টুকটাক প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয়ে থাকে। পরমা আওয়ার্ড রয়েছে সবচেয়ে সুন্দর শাড়ি পরিহিতার জন্য। 



আরও পড়ুন : Durga Puja 2022: ফিজিক্সের গবেষক 'বিধবা' সতীর হাতেই পুজো পান আলাবামার দুর্গা!


নিউ জার্সির এই বছরের নতুন পুজো, অগ্রণী। মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়েই কাজে নেমেছেন তাঁরা| ‘মানবী’ এবং ‘সেন্টার ফর হোপ অ্যান্ড সেফটি’র সাথে হাতে হাত মিলিয়ে চলছে এই সংস্থা। ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড এবিউজ অথবা অল্পবয়সী মায়েদের আর্থিক অভাবে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। অভিনব এই উদ্যোগ যদিও আমেরিকায় প্রথম নয়, কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে।



আরও পড়ুন : Durga Puja 2022: আল্পসের ধার ঘেঁষে বেজে উঠছে আগমনীর সুর...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)