ওয়েব ডেস্ক: যেমন ছবির মতো সাজানো শহর। তেমনই ছবির মতোই সাজানো দুর্গাপুজোও। শহরটার নাম জুরিখ। বাঙালির সবথেকে বড় উত্‌সবে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন মাতৃ আরাধনায়। উইকএন্ডের উপাচার নয়, পুজো হচ্ছে সমস্ত রীতিনীতি মেনেই। দেবীবরণ থেকে আরতি, ধুনুচি নাচ, পুজোর দিনগুলিতে নিয়ম করে পাত পেড়ে খাওয়া দাওয়া, বাদ নেই কিছুই। প্রতিদিনই চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুজোর প্রতিটি উপাচার সাড়ম্বরে পালিত হচ্ছে জুরিখের বাঙালি অ্যাসোসিয়েশনের পুজোয়। সেই দুহাজার চারে কুমোরটুলি থেকে পাড়ি দিয়েছিল ফাইবারগ্লাসের দুর্গা। সেই থেকেই জুরিখে চলছে মাতৃ আরাধনা।


আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়