নিজস্ব প্রতিনিধি: উমার আরাধনা দেশ ছাড়িয়ে বিদেশেও। এপারের মতো ওপার বাংলাও মেতেছে ঢাকের বোলে। পূর্বের হংকং থেকে পশ্চিমের নিউ জার্সি। চলছে দুর্গাপুজোর হুল্লোড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওপার বাংলার পুজো, ঢাকা
এপারের আকাশে শরতের সাদা মেঘ দেখা দিলে, ওপারের মন ভাল হয়ে যায়। একই আকাশ, একই বাতাস, শরতে একই রকম হিমের পরশ গায়ে লাগে দুই বাংলার। তাই পদ্মার পারেও একই রকম উত্সবের ছবি।


এখানকার অন্যতম বড় পুজো বলদেব জিউর আখরা ও শিব মন্দিরের পুজো। তবে রোহিংগা শরণার্থী দের কথা ভেবে এবার বাজেটে কাট ছাঁট করেছেন উদ্যোক্তারা।


পুজোর পাশাপাশি এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভোগের ব্যবস্থা হয়।


ইন্ডিয়ান রিক্রিয়েশন ক্লাব, হংকং
দেশ দূরে তাতে কী! উত্সবের মুড কি আর দেশ কাল সীমানার গন্ডি মানে। তাই হংকংয়ের ক্যারোলিন হিল রোডে ইন্ডিয়ান রিক্রিয়েশন ক্লাবের পুজোয় জমে উঠছে ভিড়।


 
ভারত সেবাশ্রম সংঘ, নিউ জার্সি
পুবের মতো পশ্চিম গোলার্ধও মেতেছে  শারদউত্সবে। মার্কিন মুলুকের নিউজার্সির ভারত সেবাশ্রম সংঘে পুজোর আয়োজন। প্রবাসেও তিথি মেনে হচ্ছে পুজো আর আরতি।