জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বই যখন নিলামে ওঠে এবং তার দাম ওঠে আমাদের সাধারণ মাপকাঠির নিরিখে অনেক-অনেক ওপরে তখন সত্যিই সেটা একটা খবর। আর তা সব থেকে প্রাণিত করে সম্ভবত গ্রন্থপ্রেমীদের তথা গ্রন্থ সংগ্রাহকদের। তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটতে চলেছে। একটি বইকে ঘিরে উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। বইটি খ্রিস্টধর্মের প্রাচীনতম এক ধর্মীয় গ্রন্থ। এটি আগামী জুনে নিলামে তোলা হতে চলেছে। ব্রিটেনের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান 'ক্রিস্টিস' এই তথ্য জানিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কালবৈশাখী, আর উত্তরে শিলাবৃষ্টি! দহনজ্বালা থেকে তবে কি মুক্তি?


কোন বই এমন বহুমূল্য? কোন বইকে ঘিরে এমন উন্মাদনা?


ব্রিটেনের ওই নিলাম প্রতিষ্ঠান 'ক্রিস্টিসে'র তরফে জানা গিয়েছে, বইটির নাম 'দ্য ক্রসবি-শোয়েন কোডেক্স'। ২৫০-৩৫০ খ্রিস্টাব্দের সময়পর্বের মধ্যে মিশরে প্যাপিরাসের উপর কপটিক লিপিতে এই বইটি লেখা হয়েছে। প্যাপিরাস হল মিশরের প্যাপিরাস গাছ থেকে তৈরি লেখার এক ধরনের মাধ্যম। যাকে কাগজই বলা হয়। এই ধর্মীয় গ্রন্থটি প্রাচীন এক খ্রিস্টীয় মঠে লেখা হয়েছিল। এর মধ্যে দুটি বাইবেলের সম্পূর্ণ পাণ্ডুলিপি ধরা আছে। মনে করা হয়, পৃথিবীতে এখনও পর্যন্ত টিকে থাকা সবচেয়ে পুরনো বইগুলির একটি এটি। নিলামে এটি ৩৮ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।


নিলাম প্রতিষ্ঠান 'ক্রিস্টিসে'র তরফে জানানো হয়েছে-- ভূমধ্যসাগরের আশপাশের এলাকায় খ্রিস্টধর্মের প্রসারের শুরুর পর্বের গুরুত্বপূর্ণ স্মারক এই গ্রন্থটি। তারা বলেছে, খ্রিস্টধর্মের আবির্ভাবের শুরুর দিকে ১০৪ পৃষ্ঠা তথা ৫২ পাতার এই গ্রন্থটি লিখেছিলেন একজন লিপিকারই। তিনি ৪০ বছর ধরে গ্রন্থটি লিখেছিলেন! জানা গিয়েছে, মিসিসিপি বিশ্ববিদ্যালয় গ্রন্থটি কিনেছিল। সেখানে এটি ১৯৮১ সাল পর্যন্ত ছিল। পরে নরওয়ের পাণ্ডুলিপি সংগ্রহকারী মার্টিন শোয়েন ১৯৮৮ সালে এটি কিনে নেন। এখন শোয়েন এই গ্রন্থটির পাশাপাশি তাঁর সংগ্রহে থাকা আরও কিছু জিনিস একসঙ্গে এই আসন্ন নিলামে তুলবেন।


আরও পড়ুন: Gold Price: কমল দাম! কোথায় গিয়ে দাঁড়াল বেলাগাম সোনা, জেনে নিন কলকাতার দর


'ক্রিস্টিসে'র নিউইয়র্ক শাখায় কোডেক্সের প্রদর্শনী চলছে। ৯ এপ্রিল পর্যন্ত এটি সেখানে থাকবে। পরে ১১ জুন লন্ডনে গ্রন্থটি নিলামে তোলা হবে। সব দিক খতিয়ে মনে করা হচ্ছে, নিলামে এর দাম ২৬ লাখ ডলার থেকে ৩৮ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে! অহো! কী অসম্ভব মূল্যপ্রাপ্তি! একইসঙ্গে ধরা ইতিহাস আর ধর্ম সংস্কৃতি আর ব্যবসায়। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)