নিজস্ব প্রতিবেদন: করোনা বিপর্যয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় লেগেই রয়েছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ। ভারতে চলছে 'তাউটে', আর এদিকে নেপাল পড়ল ভূমিকম্পের প্রকোপে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পূর্বে পোখরায় (Pokhara) অনুভূত হয়েছে এই ভূমিকম্প (earthquake)। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের উৎস বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে (Richter scale) ভূমিকম্পের মাত্রা (magnitude) ছিল ৫.৩।


আরও পড়ুন: রক্তমাখা স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে নগ্নদেহ জীবন্ত মানুষ! কেন?


জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই ভূমিকম্প হয়। উৎসের সন্নিহিত এলাকার বাসিন্দারা কম্পনের তীব্রতা টের পান। কিছু জায়গায় আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। অবশ্য কম্পন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়।


'ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারে'র  (National Earthquake Monitoring & Research Centre) চিফ সিসমোলজিস্ট (Chief Seismologist) বলেছেন, লামজুং জেলার ভুলভুলে (Bhulbhule of Lamjung District) ভূপৃষ্ঠের নীচে এই ভূমিকম্প তৈরি হয়। রিখটার স্কেলে মাত্রা ধরা পড়েছে ৫.৮।


দেওয়াল ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। তবে এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিছু হয়নি।


আরও পড়ুন: দেশে ছড়াচ্ছে করোনার নতুন এক প্রজাতি, আক্রান্ত হচ্ছে শিশুরাই, হুঁশিয়ারি Singapore সরকারের