জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫.৫ তীব্রতার এক ভূকম্পে কেঁপে উঠল নেপাল। রবিবারের এই ভূকম্পে নেপালের সঙ্গে সঙ্গে কেঁপে উঠল ভারতের কিছু কিছু অংশও। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে সকাল ৮টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। নেপালের পাশাপাশি কেঁপে উঠেছে সিকিম, দার্জিলিং এবং বিহারের মুজফ্ফরপুরও। তবে এর কোনও জায়গা থেকেই তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫ সালে হিমালয়ের কিছু অঞ্চলে ৭.৮ মাত্রার এক তীব্র ভূকম্প অনুভূত হয়েছিল। সেই ভূকম্পে বিপুল ক্ষয়ক্ষতি ঘটেছিল। মারা গিয়েছিলেন প্রায় ৮,৫০০ জন মানুষ। এর জেরে ভূমিধস ও তুষারধসও ঘটেছিল। ২২ জন পর্বতারোহীর মৃত্যু ঘটেছিল। এর এক মাস পরে আফটারশকের জেরে অন্তত ২০০ জন মারা গিয়েছিলেন সেখানে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Raising Wages: মূল্যবৃদ্ধির জেরে অবশেষে কর্মীদের বেতন বাড়ানোর সুপারিশ সরকারের


আরও পড়ুন: Snakeless Land: পৃথিবীর এই সব দেশে সাপই নেই! কোথায় এবং কেন জানেন?