Ebay Layoffs: করোনা-উত্তর বাজার আশানুরূপ হয়নি, ফলে ফের বড় ধরনের ছাঁটাই এই কোম্পানিতে...
Ebay Layoffs 2023: একটা `ব্রিফ প্যনডেমিক বুম` দেখে হয়তো কর্তৃপক্ষ একটি আশায় বুক বেঁধেছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আপাতত নিজেদের ওয়ার্কফোর্সের ৪ শতাংশ লে-অফের সিদ্ধান্ত নিল ই-কমার্স কোম্পানি `ইবে`। এর জেরে ৫০০ জনের চাকরি চলে যাচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা ব্রিফ প্যনডেমিক বুম দেখে হয়তো কর্তৃপক্ষ একটি আশায় বুক বেঁধেছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আপাতত নিজেদের ওয়ার্কফোর্সের ৪ শতাংশ লে-অফের সিদ্ধান্ত নিল অন্যতম বিখ্যাত ই-কমার্স কোম্পানি 'ইবে'। এর জেরে ৫০০ জনের চাকরি চলে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবী জুড়ে যে ম্যাক্রোইকোনমিক সিচুয়েশন চলছে তারই জেরে তারা এই তিক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ই-কমার্স কোম্পানি 'ইবে'র চিফ এগজিকিউটিভ অফিসার জ্যামি আইআনোন এক বিবৃতিতে এরকমই জানিয়েছেন।
আরও পড়ুন: Mammoths Back: পাহাড়ের মতো দেখতে দানবাকৃতি ভয়ংকর সেই ম্যামথেরা ফিরছে পৃথিবীতে?
শেষ ছ'টি কোয়ার্টারে 'ইবে'-র বিক্রি কমেছে। একটি ক্যালিফোর্নিয়া-বেসড কোম্পানি এই অর্থনৈতিক ফলাফল প্রকাশ করেছে। সেখান থেকেই 'ইবে'-র তথ্য জানা যাচ্ছে।
আরও পড়ুন: Solar Polar Vortex: ভেঙে গিয়েছে সূর্য; মহাকাশে মহাবিপর্যয়! কতদিন টিকবে এই পৃথিবী?
এর জেরে যে ওয়ার্কফোর্স রিডাকশন হবে সেটার সূত্রে পরবর্তী সময়ে নতুন করে বিনিয়োগ করাও সম্ভব হবে কোম্পানির তরফে। ব্লুমবার্গ ইনটেলিজেন্স অ্যানালিস্ট-এর তরফে পুনম গোয়েল এবং এবিগেইল গিলমার্টিন একথা জানিয়েছেন।