নিজস্ব প্রতিবেদন: ডিম ফাটিয়ে হট প্যানে ঢালতেই বরফ! এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর চিনের হুঝং জেলার বাসিন্দা ওয়াং পিং। বাইরে মাইনাস ৪০ ডিগ্রি ঠান্ডা। কনকনে শৈত্য প্রবাহে এমনিতেই পুরু বরফে ঢেকেছে চারদিক। ওয়াং জানাচ্ছেন, রবিবার পারদ আরও মাইনাসে নামে। সেই সময় ডিমের পোচ করতে গিয়ে ওয়াং দেখেন কুসুম-সুদ্ধ পুরো ডিমটাই জমে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভূতের সঙ্গে জীবনের সেরা সেক্স করেছি, দাবি করলেন আইরিশ মহিলা


হুঝং এলাকা চিনের অন্যতম শীতলতম জায়গা হিসাবে পরিচিত। ওয়াং জানাচ্ছেন, শুধু ডিমই নয় ন়ুডুলস বানাতে গিয়ে এমন বিপদে পড়তে হয়েছে তাঁকে। নুডুলসও জমে কাঠ হয়ে গিয়েছে বলে জানান তিনি। এমনকী বোতলের জল বাইরে বেরনোর সঙ্গে সঙ্গে জমে বরফ হয়ে যাচ্ছে।


আরও পড়ুন- এক মাসের মধ্যেই খোঁজ মিলবে MH370-র!


ওয়াং-র এমন অভিজ্ঞতা যে প্রথম তা নয়, কিন্তু এবারের তাপমাত্রা আরও নীচে নেমে গিয়েছে বলে মেনে নিচ্ছেন তিনি। ডিমের পোচ বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে রীতিমতো ভাইরাল হয়ে ওঠে।


আরও পড়ুন- 'পুরুষাঙ্গ ফর্সা' করতে কেন ছুটছেন থাইল্যান্ডের মানুষ?