নিজস্ব প্রতিবেদন: না, হাজার বছর বেঁচে আছেন, এমন রাজারানির কোনও কাহিনি কারও জানা নেই। কায়রোর রাস্তায় শোভাযাত্রায় থাকবে আসলে মিশরের বেশ কয়েকটি মমি। ২২টি মমি নিয়ে এই শোভাযাত্রা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোট ১৮ জন রাজা ও ৪ জন রানির মমি (22 mummies - 18 kings and four queens) মিশরের (Egypt) এই শোভাযাত্রায় অংশ নেবে। আসলে মমিগুলির বাসা বদল হচ্ছে। তাদের জন্য় নতুন জাদুঘর তৈরি হয়েছে পুরনো বাসস্থানের ৫ কিলোমিটার দূরে। সেখানেই নিয়ে যাওয়া হবে ২২টি মমি। মমিগুলি ১৮৮১ থেকে ১৮৯৮ সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল বলে জানা গিয়েছে। বলা হয়েছে, প্রতিটি মমিকে নিয়ে যাওয়া হবে সুসজ্জিত যানে। মমি বহনকারী গাড়িগুলি ঘিরে থাকবে অন্য আরও গাড়ি। থাকবে ঘোড়ায় টানা রথের রেপ্লিকাও।


আরও পড়ুন: আপাতত ১০০ বছর Apophis-এর ধাক্কা থেকে কোনও ভয় নেই পৃথিবীর


জানা গিয়েছে, মমিদের শোভাযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। মিশরে (Egypt) আসলে মমিকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। নতুন জাদুঘরের নাম 'ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন' (National Museum of Egyptian Civilisation)।


আরও পড়ুন: যৌনতার জন্য পৃথিবী থেকে নিয়মিত মানুষ অপহরণ করে এলিয়েনরা?