ওয়েব ডেস্ক: সেপ্টেম্বর ১২, এই দিনেই পালিত হবে ঈদ-উল-আজহা। অনেকে একে কোরবানি ঈদও বলে থাকেন। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা এই দুই ঈদকেই পবিত্র মানা হয়। কোরবানি ঈদ এই দুইয়ের মধ্যে সুপ্রাচীনতম। নবি ইব্রাহিমের সময় থেকে কোরবানি ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। ইসলামিক দেশে এই দিনটি আড়ম্বরের সঙ্গেই পালিত হয়। বলা হয় আল্লাহে্‌র কাছে নবি ইব্রাহিম তাঁর প্রথম পুত্র সন্তানের বলিদান দিয়েছিলেন। এরপর থেকেই এই ঈদ পালন শুরু হয়। সৌদি আরবে ১২ সেপ্টেম্বর ঈদ-উল-আজহা পালিত হলেও পাকিস্তান, বাংলাদেশে এই ঈদ পালিত হবে ১৩ সেপ্টেম্বর। খুশির ঈদে সৌদি আরবে ১২ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে কোরবানি ঈদে ছুটি ৬ দিন। পাকিস্তানে ছুটি থাকবে সবথেকে কম, ৩ দিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


তথ্যসূত্র-আলজাজিরা