Thailand: ৮ স্ত্রীকে নিয়ে স্নিগ্ধ রোমান্সে মত্ত এই `ভাগ্যবান` যুবক!
তাঁরা সবাই ওং ড্যাম সোরোটের ভালোবাসায় পাগল।
নিজস্ব প্রতিবেদন: একজন-দু'জন নয়, আট জন স্ত্রী'র সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি। নাম ওং ড্যাম সোরোট, থাকেন থাইল্যান্ডের বাসিন্দা।
কী ভাবে সম্ভব হল?
জানা গিয়েছে, সোরোট প্রথম দর্শনেই তাঁর প্রত্যেক স্ত্রীর প্রেমে পড়েছিলেন। পেশায় ট্যাটু শিল্পী এই সোরোটের আট স্ত্রী! আশ্চর্যের ব্যাপার হল, তাঁর সব স্ত্রী-ই তাঁর সঙ্গে একই বাড়িতে একই সঙ্গে থাকেন। এবং জানা গিয়েছে, তাঁরা সবাই ওং ড্যাম সোরোটকে খুবই ভালোবাসেন। সোরোট জানিয়েছেন, তাঁর স্ত্রীরা চারটি পৃথক বেডরুমে ঘুমান এবং স্বামীর সঙ্গে রাত কাটাবার জন্য অপেক্ষা করেন।
জানা গিয়েছে, ট্যাটু শিল্পী সোরোট এক টিভি শো'য়ে উপস্থিত হওয়ার পরে তাঁর এই ব্যক্তিগত বিষয়টি প্রকাশ্যে আসে। তখনই তিনি তাঁর ৮ স্ত্রী'র সঙ্গে থাকার বিষয়টি জানান।
কিন্তু স্ত্রীদের পক্ষেই বা এটা কী ভাবে সম্ভব হল?
তাঁরা জানিয়েছেন, তাঁরা সকলেই স্বামীর প্রেমে পাগল-- Madly in love! সোরোট বলেছিলেন, প্রতিবার তিনি প্রথম দর্শনেই প্রেমে পড়েছেন। এক বন্ধুর বিয়েতে তাঁর প্রথম স্ত্রী নং স্প্রাইটের সঙ্গে তাঁর দেখা হয়। বাজারে তাঁর দ্বিতীয় স্ত্রী নং এলের সঙ্গে দেখা করেছিলেন। আশ্চর্যজনকভাবে, নং এল সোরোটের প্রথম স্ত্রী'র বিষয়টি জানা সত্ত্বেও, তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধতে অরাজি হননি।
কী করেন সোরেটের অষ্ট স্ত্রী?
তাঁরা প্রত্যেকেই কিছু না কিছু করেন। কেউ শুধুই গৃহকাজ করেন। কেউ নানা জিনিসপত্র বিক্রিবাটা করেন। খাবার, কসমেটিক্স, হ্যান্ডমেড নানা জিনিসপত্র। আর এই ভাবেই সুখে শান্তিতে কেটে যায় তাঁদের।
আরও পড়ুন: Chekhov-Rolland: বিশ্বসাহিত্যের দুই জ্যোতিষ্কের নাম জ্বলজ্বল করে ২৯ জানুয়ারির আকাশে!