জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাঁর রাজনৈতিক সচিবের পদ থেকে নিজের ছেলেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। সরকারি বাসভবনে অনুচিত আচরণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে একটি পত্রিকায় খবর ছাপা হয়েছিল, ফুমিও কিশিদার পুত্র শোতারো কিশিদা গত বছর নিজের সরকারি বাসভবনেই এক ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন। সেখানে কয়েকজনকে নিয়ে প্রেস কনফারেন্স করার মতো করে ছবি তুলেছিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: North Korea: দু'একদিনের মধ্যেই আকাশে 'গোয়েন্দা' উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া! কেন?


ফুমিও কিশিদার কানে এ খবর পৌঁছবার পরই তিনি তাঁর ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন রাজনৈতিক সচিব হিসেবে তাঁর (ফুমিও কিশিদা-র পুত্র শোতারো কিশিদা-র) এমন আচরণ করা উচিত হয়নি। তাই আমরা তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শোতারো আগামী ১ জুন পদত্যাগ করবেন!


ফুমিও কিশিদা অবশ্য তাঁর ছেলেকে তাঁর কৃতকর্মের জন্য তিরস্কার করেছিলেন। তবে বিরোধী দলগুলি তাঁর পদত্যাগ দাবি করে।


আরও পড়ুন: Venice's Grand Canal: কেন ভেনিসের জলপথ হঠাৎ হয়ে উঠল রঙিন? জানুন রহস্য...


এর আগেও একবার ছেলের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন কিশিদা। ওই সময় তাঁর ছেলে ইউরোপে মন্ত্রীদের জন্য স্যুভেনির কিনতে সরকারি গাড়ি ব্যবহার করেছিলেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)