`ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সন` ইলন মাস্ক, ২০৫০ সালের মধ্যে মঙ্গলে তৈরি করবেন শহর
কোম্পানির সিইও হিসেবে মাস্ক বছরে বেতন নেন মাত্র ১ ডলার।
নিজস্ব প্রতিবেদন: উপার্জনের টানে পিএচইডি অধরা থেকে যায় তাঁর। কোম্পানির সিইও হিসেবে বছরে বেতন নেন মাত্র ১ ডলার। ২০৫০ সালের মধ্যে মঙ্গলে একটি পরিপূর্ণ শহর স্থাপনের পরিকল্পনা আছে তাঁর।
কে তিনি?
তিনি ইলন মাস্ক (Elon Musk)। জেফ বেজোস (Jeff Bezos), বিল গেটসকে (Bill Gates) পেছনে ফেলে বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি ৷
'স্পেস-এক্স' (SpaceX) এবং 'টেসলা'র (Tesla) প্রধান ইলন মাস্কের মোট সম্পদের আর্থিক মূল্য ১৯১ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ সূচক (Bloomberg Billionaires Index) অনুযায়ী বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি এখন ইলন। গত তিন বছর ধরে শীর্ষ ছিলেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তাঁকে পিছনে ফেলেই আজ শীর্ষে ইলন।
১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার (south africa) প্রেটোরিয়াতে ইলনের জন্ম। বাবা-মায়ের বিচ্ছেদের পর হাইস্কুল শেষে মা আর ভাই-বোনকে নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে অন্টারিওর এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে মাস্টার্স করেন।
স্নাতকোত্তর শেষে পিএইচডি'র জন্য যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান। কিন্তু উপার্জনের টানে পিএচইডি আর করা হয় না তাঁর। ২০৫০ সালের মধ্যে মঙ্গলে একটি পরিপূর্ণ শহর স্থাপনের পরিকল্পনা আছে তাঁর।
Also Read: Expensive Alcohol: বিশ্বের সবচেয়ে দামি মদ, দাম শুনলে চোখ কপালে উঠবে