নিজস্ব প্রতিবেদন: মালদ্বীপের জরুরি অবস্থা জারি হওয়ায় বড়সড় ক্ষতির মুখে সেখানকার পর্যটন শিল্প। এই দ্বীপপুঞ্জের মোট জিডিপির ৯০ শতাংশ আসে পর্যটন শিল্প থেকে। কিন্তু দেশের রাজনৈতিক টালমাটালে এখন পুরোপুরি ভেঙে পড়েছে রাজস্বের শিরদাঁড়া তথা পর্যটন শিল্পের পরিকাঠামো। ফলে আশঙ্কায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কুলভূষণের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ অভিযোগ, মামলা শুরু পাকিস্তানে


প্রসঙ্গত, প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ-সহ ৯ জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করার নির্দেশ দেয় সে দেশের সুপ্রিম কোর্ট। পাশাপাশি বরখাস্ত হওয়া ১২ জন বিরোধী বিধায়ককে পুনরায় বহাল করারও নির্দেশ দেন বিচারপতি। এরপরই সরকারকে ইমপিচ করার অভিযোগে প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে জারি করা হয় ১৫ দিনের অচলাবস্থা।


আরও পড়ুন- প্রবল ভূমিকম্পে কাঁপল তাইওয়ান; নিহত কমপক্ষে ৪, আহত ১৪৫


মালদ্বীপে জরুরিবস্থা জারি হওয়ার পরপরই বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। নয়া দিল্লি ইতিমধ্যেই সতর্ক করেছে সেখানে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকদের। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সরকারও রেড অ্যালার্ট জারি করেছে। হানিমুন ডেস্টিনেশন হিসাবে পরিচিত মালদ্বীপে একচেটিয়া বাজার দখল করে রয়েছেন চিনা পর্যটকরা। তাঁদেরকে কড়া নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে চিনা বিদেশমন্ত্রক। যদিও পর্যটক নিরাপত্তায় কোনও খামতি নেই বলে দাবি করেছে মালদ্বীপ সরকার।


আরও পড়ুন- ১১৫ জনকে হত্যা করেছিলেন সে দিন, এই অলিম্পিক্সে কী করবেন কিম?