প্রবল ভূমিকম্পে কাঁপল তাইওয়ান; নিহত কমপক্ষে ৪, আহত ১৪৫

হুয়ালিয়নের জনসংখ্যা ১ লাখ। এর মধ্যে জলের সং‌যোগ নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার বাড়িতে। বিদ্যুৎ সং‌যোগ নেই প্রায় ২ হাজার বাড়িতে

Updated By: Feb 7, 2018, 11:10 AM IST
প্রবল ভূমিকম্পে কাঁপল তাইওয়ান; নিহত কমপক্ষে ৪, আহত ১৪৫

নিজস্ব প্রতিবেদন: প্রবল ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের হুয়ালিয়েন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। এখনও প‌র্যন্ত পাওয়া খবর অনু‌যায়ী ৪ জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৪৫ জন। কম্পনের ধাক্কায় ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, হোটেল, সেনা হাসপাতাল।

মঙ্গলবার রাত বারোটা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূলের একটি বড় অংশ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হুয়ালিয়েনের। ভেঙেপড়া বাড়িঘরের মধ্যে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। ভেঙে পড়েছে হুয়ালিয়নের মার্শাল হোটেল। গত দশ বছরের মধ্যে এত তীব্র ভূমিকম্প হয়নি।

আরও পড়ুন-তৈরি সেনা, মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে হস্তক্ষেপ করতে পারে ভারত!

হুয়ালিয়নের জনসংখ্যা ১ লাখ। এর মধ্যে জলের সং‌যোগ নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার বাড়িতে। বিদ্যুৎ সং‌যোগ নেই প্রায় ২ হাজার বাড়িতে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্শাল হোটেলের। কম্পনের ধাক্কায় হোটেলটি একদিকে হেলে গিয়ে মাটিতে শুয়ে পড়েছে। উদ্ধারকারী দল ক্রেনের সাহা‌য্যে ধ্বংস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। নিহত ও আহসের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

.