নিজস্ব প্রতিবেদন- এমিরেটস বিমান সংস্থা ব্রিটেনে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ পড়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে নিকেল নামে এক বিমান সেবিকাকে দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায় তুলে শুটিং করানো হয়েছে। সেই বিজ্ঞাপনে দুবাই থেকে ইংল্যান্ড যাওয়ার জন্য এমিরেটস বিমান ব্যবহারের সুবিধা নিয়ে বলা হয়েছে। কিন্তু শেষ শটে যখন গোটা দুবাই দেখা য়াচ্ছে, তখন শিউরে উঠতে হয়। নেট নাগরিকরা হুহ হুহ করে এই ভিডিয়ো ভাইরাল করেছেন। কেউ কেউ লিখেছেন, একবার ওখান পড়লে আর খুঁজে পাওয়া যাবে না। এমিরেটসের এহেন কাণ্ডজ্ঞানে বিরক্তও হয়েছেন কেউ কেউ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Taliban kill Woman: আঁটো পোশাক পরা এবং বাড়ি থেকে একা বেরনোই 'অপরাধ'! তালিবানি রোষে মৃত্যু তরুণীর


নিকোল নামে ওই বিমানসেবিকা হার্নেস নিয়ে শুটিং করেছেন কিনা জানা যায় নি, তবে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য যে দর্শকের নজর টানা, তা এমিরেটস কর্তৃপক্ষ ও বিজ্ঞাপন এজেন্সি খুব ভালভাবেই করেছেন। যদিও অনেকেই বলেছেন, ওখান থেকে পড়লে হাড়গোড় আর খুঁজে পাওয়া যেত না।


জি ২৪ ঘণ্টার দর্শকদের জন্য রইল ভাইরাল সেই ভিডিয়োটি।