ওয়েব ডেস্ক : একসঙ্গে ৩ শিশুর জন্ম দিল 'শাকিরা'। তবে, ঘাবড়াবেন না এ সেলেব গাইকা শাকিরা নন। বরং সুমাত্রার পায়াংটং চিড়িয়াখানার বাঘিনী শাকিরা। সম্প্রতি ৩টি ছানার জন্ম দিয়েছে সে। মা ও ছানারা সকলেই ভালো আছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিড়িয়াখানায় লাগানো সিসিটিভি ফুটেজে শাকিরার প্রসবের সেই ছবি ধরা পড়েছে। আর সেই ছবি প্রকাশ্যে আসা মাত্রই বর্তমানে তা ভাইরাল।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শাকিরা ও তার ছানাদের সুস্থ্য রাখতে আগামী ২ মাস তাদের সাধারণ মানুষের থেকে দূরে রাখা হবে। প্রসঙ্গত, শাকিরার প্রজাতির বাঘকে লুপ্তপ্রায় বলে ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের পর থেকে এই প্রথম সুমাত্রার চিড়িয়াখানায় এই প্রজাতির ব্যাঘ্র শাবকের জন্ম হল।