Equality Through Tech: গৃহকর্মে বাড়ির মহিলাদের সাহায্য করছেন তো? যন্ত্র কিন্তু নজর রাখছে...
Equality Through Tech: মা বা বোন বা স্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে গৃহকর্ম ঠিকঠাক করছেন তো? ছেলে বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে হবে না। যন্ত্র কিন্তু নজর রাখছে আপনার উপর। এবার বাড়িতে পুরুষরা কোনও কাজ করছে কিনা, সেদিকে নজর রাখতে অ্য়াপ্লিকেশন চালু করছে স্পেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বাড়িতে পুরুষরা কোনও কাজ করছে কি না সেদিকে নজর রাখতে একটি অ্য়াপ্লিকেশন চালু করতে চলেছে স্পেন। মঙ্গলবার জেনেভায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণ বিষয়ক রাষ্ট্রসংঘের কমিটিতে এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। এই অ্যাপের অর্থ, আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো যাবে না। ছোট থেকেই আমরা দেখে আসছি বাড়ির কাজ মূলত বাড়ির মেয়েরাই করে থাকেন। বাইরের কাজ দেখেন ছেলেরা। মা-বাবার মধ্যেও সংসারের কাজটা এই ভাবেই ভাগ হয়।
আরও পড়ুন: History Of Kissing: চুমুতে চমক! প্রায় ৫০০০ বছর আগেও মানুষ ঠোঁটে ঠোঁট রেখে গড়ত ব্যারিকেড...
কিন্তু আধুনিক সময়ে সংগত কারণেই প্রশ্ন উঠছে, বাড়ির কাজ কেন শুধু মেয়েদেরই করতে হবে? ঘরের কাজে ছেলেদেরও হাত লাগাতে হবে। এখন ছেলেমেয়ে নির্বিশেষে বাইরের কাজও যেমন করছে, ঘরের কাজও তেমন করেই করতে হবে। মানে, ঘরের কাজে মেয়েদের পাশে এসে দাঁড়াতে হবে ছেলেদেরও।
কিন্তু আপনি সত্যিই বাড়িতে মেয়েদের হাতে-হাতে কাজ করছেন কিনা, তার কী নিশ্চয়তা? আপনি তো ফাঁকিও দিতে পারেন? তাই বাড়ির কাজে কোনও পুরুষ কতটা সময় ব্য়য় করছে তার হিসেব রাখবে এক অ্য়াপ্লিকেশন।
আরও পড়ুন: Rayyanah Barnawi: তৈরি হল ইতিহাস! মহাকাশে এই প্রথম সৌদির মহিলা...
রাষ্ট্রসংঘের কমিটিতে অ্যাঞ্জেলা বলেন--'আমরা শীঘ্রই একটি অ্যাপ্লিকেশনের কাজ শুরু করব, যেখানে পরিবারের বিভিন্ন সদস্যরা কে কতটা কাজ করেছেন তা রেকর্ড করা হবে। আর এর থেকেই বোঝা যাবে, আমরা প্রত্যেকে ঘরের কাজের পিছনে কতটা করে সময় দিই।' তিনি যোগ করেন-- 'এর ফলে ঘরের কাজ বাড়ির নারী-পুরুষের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে।'
না, এটা কোনও গোয়েন্দাগিরি ভাবনা থেকে করা নয়। বরং বাড়ির কাজ করতে পুরুষরা যাতে উদ্বুদ্ধ হন, সেটা ভেবেই স্পেন এই অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করছে। স্পেন ঘোষণা করেছেন, লিঙ্গবৈষম্য দূর করার জন্যই এই চেষ্টাটা করা হচ্ছে।