সামনে এল নকল মার্কিন দূতাবাস
জাল দূতাবাস। তাও আবার মার্কিন দূতাবাস। হ্যাঁ, ঘানার আক্রা শহরে এমনই একটা ভুয়ো মার্কিন দূতাবাসের সন্ধান পাওয়া গেছে। আর সবচেয়ে অবাক কাণ্ডটি হল ঘানার যে শহরে আসল মার্কিন দূতাবাসটি রয়েছে, সেই আক্রাতেই স্বমহিমায় `কাজ চালাচ্ছিল` জাল দূতাবাসটি।
ওয়েব ডেস্ক: জাল দূতাবাস। তাও আবার মার্কিন দূতাবাস। হ্যাঁ, ঘানার আক্রা শহরে এমনই একটা ভুয়ো মার্কিন দূতাবাসের সন্ধান পাওয়া গেছে। আর সবচেয়ে অবাক কাণ্ডটি হল ঘানার যে শহরে আসল মার্কিন দূতাবাসটি রয়েছে, সেই আক্রাতেই স্বমহিমায় 'কাজ চালাচ্ছিল' জাল দূতাবাসটি।
আরও পড়ুন- ‘এয়ার ফোর্স-ওয়ান’-এর নতুন বিমানে ট্রাম্পের না
নকল দূতাবাসটিতে জ্বলজ্বল করত মার্কিন প্রিসিডেন্ট বারাক ওবামার পোট্রেট। বহু মানুষ তাঁদের পাসপোর্ট-ভিসা ইত্যাদির প্রয়োজনে ওই নকল অফিসে গেলেও কাজ হয়ে যেত ৬ হাজার ডলারে। গোটা ঘটনাটি ফাঁস করেছেন হালে স্যামি দারকো নামে এক সাংবাদিক। জানা গেছে ঘানা ও তুরস্কের একটি সংগঠিত অপরাধ চক্র আসলে এটির চালিকা শক্তি।
আরও পড়ুন- টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' শিরোপা উঠল ট্রাম্পের মাথায়