ওয়েব ডেক্স : বিছানার উপর লাফাচ্ছিল তিন বছরের ডমিনিক। পাশেই শুয়ে ছিল তার সত্ বাবা। বারবার বারণ করেও কথা শোনেনি শিশুটি। অভিযোগ এরপরই গুলি করে তাকে হত্যা করে তার সত্ বাবা জর্জ কোটি ওয়েম্যান। পুলিশ তাকে গ্রেফতার করেছে।


ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর টেকসাসের বাসিন্দা ১৮ বছরের জর্জ। দিন কয়েক আগে বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল তাদের। সেই সময় হঠাত্ই একটি ঘর থেকে গুলির শব্দ পাওয়া যায়। সকলে গিয়ে দেখতে পান জর্জের হাতে একটি রিভলবার। আর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিন বছরের ডমিনিক। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে।