নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীর উপর ১৪টি ইউএফও চক্কর দিচ্ছে, এমনই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করলেন মার্কিন চলচ্চিত্রকার। তবে গোটা বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে, পেন্টাগন সূত্রে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির জাহাজের ক্যামেরায় ধরা পড়েছে বেশ কয়েকটি ইউএফও-র ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োটি প্রকাশ করেন মার্কিন ইউএফও  ফিল্মমেকার জেরেমি করবেল। সেখানে দেখা যাচ্ছে যে একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের উপর অত্যন্ত দ্রুততার সঙ্গে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে যায়। 


আরও পড়ুন, অন্যরকম সৌন্দর্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা মিলল Super Blood Moon-এর


২০২০ সালে শুধুমাত্র ইউএফও-র বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে মার্কিন প্রশাসন। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব না কি ভিন দেশিদের যান তা তদন্ত করে দেখা হচ্ছে বর্তমানে। মার্কিন সেনার নিয়ন্ত্রিত রেস্ট্রিকটেড এরিয়াতে অজানা এই যানগুলিকে বারংবার আসতে দেখা যায়। 


এর আগে মার্কিন আকাশে ইউএফও-র উপস্থিতি মজার ছলেই মেনেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে ভিডিও সম্পর্কে খতিয়ে দেখার জন্য।