অন্যরকম সৌন্দর্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা মিলল Super Blood Moon-এর

May 27, 2021, 00:06 AM IST
1/5

দুনিয়ার বিভিন্ন অংশে থেকে দেখা মিলল সুপার ব্লাড মুনের। সাধারণ চন্দ্রগ্রহণের থেকে একেবারেই আলাদা এই গ্রহণ। কারণ এই গ্রহণে চাঁদের রঙ ও এর আকার।

2/5

ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে দুপুর দুটো ১৭ মিনিটে। শেষ হয় সন্ধে ৭টা ১৯ মিনিটে। প্রসঙ্গত গত ২ বছরের মধ্যে এটার প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 

3/5

অন্য সব চন্দ্রগ্রহণের থেকে এদিন একটু বেশি, অন্ততপক্ষে ১৪ শতাংশ বড় দেখায় চাঁদকে। পাশাপাশি সঙ্গে থাকে কালচে লাল এক আভা।  তাই এটিকে সুপার ব্লাড মুন বলে থাকেন জ্য়োর্তিবিদরা।  

4/5

আজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিল চাঁদ। অর্থাত্ চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব কমেছিল ২৭ হাজার কিলোমিটার। তাই চাঁদকে এতটা বড় দেখায়। একইসঙ্গে চাঁদের আলোর বিচ্যুতির জন্য পৃথিবী থেকে এটিকে কালচে লাল দেখায়। 

5/5

ভারত থেকে দেখা না গেলেও মানুষজন এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করলেন দুই আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশ ও ইউরোপের কয়েকটি দেশ থেকে। এছাড়াও দেখা মিলল তাইওয়ান, হংকং, থাইল্যান্ড থেকেও।