ওয়েব ডেস্ক : বীভত্স দৃশ্য! চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে আগুন জ্বলছে ১৪০টি বাড়িতে। ঘটনাস্থল জাপান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, জাপানের সমুদ্র উপকূলে অবস্থিত ছোট্ট শহর ইতোইগাওয়ার একটি রেস্তরাঁয় প্রথম আগুন লাগে। সেই আগুনই তারপর উপকূলের ঝোড়ো হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় ১৪০টি বাড়িতে ছড়িয়ে পড়ে সেই আগুন। আজ সকালে ঘটে ঘটনাটি। ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় ৩০০ জনকে। কী কারণে রেস্তরাঁয় হঠাত্ আগুন লাগে, তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। দেখুন শহরে 'দাবানল'-এর সেই ছবি-



আরও পড়ুন, ভয়ঙ্কর এই ভিডিওটি দেখুন!