জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের মৃত্যু হয়েছে। ৭৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউইয়র্কের প্রধান চিকিৎসা পরীক্ষক শুক্রবার বলেছেন, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প একটি দুর্ঘটনায় ঘাড়ের কাছে ব্লান্ট ইমপ্যাক্ট ইনজুরিতে মারা গিয়েছেন।


বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে। মার্কিন মিডিয়া জানিয়েছে যে ৭৩ বছর বয়সী ইভানা তার ম্যানহাটনের বাড়িতে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে কিনা সেই তত্বের তদন্ত করছে পুলিস।


আরও পড়ুন: সুনক বাদে অন্য কোনও প্রার্থী; কী চাইছেন প্রধানমন্ত্রী জনসন?


নিউইয়র্ক পুলিস বিভাগের মুখপাত্র বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছেন যে অফিসাররা আপার ইস্ট সাইডে ইভানা ট্রাম্পের ঠিকানা থেকে একটি কল পেয়ে সেখানে পৌঁছান। সেখানে তাঁকে "অচেতন এবং প্রতিক্রিয়াহীন" অবস্থায় খুঁজে পান তাঁরা।


ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন নিউ ইয়র্কে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে ইভানা ট্রাম্পের। ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বলেন, "তিনি একজন চমৎকার, সুন্দর এবং অসাধারণ মহিলা ছিলেন, যিনি একটি দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক জীবনযাপন করেন।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)