জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকেই এটাকে ভোট-পূর্ববর্তী হিংসা বলছে। ফের বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন। এবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের (Benapole express) কয়েকটি বগিতে আগুন লাগল। গতকাল, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কমলাপুর স্টেশনে ঢোকার কিছুটা আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে। আগুন নেভানোর কাজ দ্রুত শুরু করেছে দমকল বাহিনী। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। অনেক ভারতীয়ও ট্রেনটিতে ছিলেন বলে দাবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন; Finland and Sweden: তাপমাত্রা কমতে-কমতে মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে! মারণ ঠান্ডা...


বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে, বেনাপোল এক্সপ্রেসটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৯টা ৫ মিনিট নাগাদ ট্রেনটি গোপীবাগ এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই চলন্ত ট্রেনটিতে আগুন লেগে যায়। ট্রেনটির মোট ৩টি বগিতে আগুন লাগে। চালক ট্রেনটি মাঝপথেই থামিয়ে দেন এবং দমকল বাহিনীও ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়।


সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে সেখানে। গত মাসেই ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় শিশু-সহ অন্তত ৪ জনের মৃত্যু হয়। তারপর ফের ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।


শুক্রবারের ঘটনার প্রসঙ্গে পুলিস জানায়, অজ্ঞাতপরিচিত এক ব্যক্তি চলন্ত ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এটিকে নাশকতার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন; Somalia: রুদ্ধশ্বাস! সোমালিয়ায় হাইজ্যাক হওয়া জাহাজের দখল নিল ভারতীয় কমান্ডো...


ঘটনার ঠিক পরেই স্থানীয় বাসিন্দারাই জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তারপর ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছে যায় এবং জোরকদমে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা পুলিস ও রেল আধিকারিকদের।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)