ওয়েব ডেস্ক : বিমানের ডান দিকের ডানা ভেঙে আগুন ধরে গিয়েছিল। তড়িঘড়ি নামতে গিয়ে ঘটল আরও বড় বিপদ। দাউ দাউ করে জ্বলে উঠল গোটা বিমানটি। ঘটনাটি ঘটেছে পেরুর জাউজা বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পেরুর রাজধানী লিমা থেকে রওনা দিয়েছিল বিমানটি। মাঝপথেই কর্তৃপক্ষ সতর্ক করে বিমানচালককে। সতর্কবার্তা পাওয়ার পর, জাজুয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সব যাত্রী নিরাপদেও বেরিয়ে আসার পরই, আগুন ধরে যায় গোটা বিমানে। এক যাত্রী ক্যামেরাবন্দি করেন সেই ছবি। দেখুন সেই ভিডিও-



আরও পড়ুন, চোখের সামনে হুড়মুড়িয়ে 'ভেঙে পড়ল' গোটা এস্কেলেটর! (দেখুন LIVE)