নিজস্ব প্রতিবেদন: বছর ছাব্বিশের এক তরুণীর স্যান্ডউইচ খেয়ে প্রায় মরোমরো অবস্থা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইংল্যান্ডর সাসেক্সের মিয়া ল্যাইঞ্চবারি নামের এই তরুণী একজন ট্রেনি নার্স। ক্রমে জানা যায়, তাঁর প্রায় সবেতেই অ্যালার্জি। ওয়াশিং পাউডার থেকে গরম জল থেকে নিবে-যাওয়া-মোমবাতির গন্ধ-- সব কিছুতেই ঘোরতর অ্যালার্জি দেখা দেয় মিয়ার শরীরে।  


সম্প্রতি স্যান্ডউইচ খেয়ে মিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অসম্ভব কষ্ট হচ্ছিল। একেবারে যায়-যায় অবস্থা। মিয়াকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গরম জলে স্নান করেও তিনি ঘোরতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার তাঁকে 'সিপিআর' পর্যন্ত দিতে হয়েছিল। এবারও এমার্জেন্সিতে তাঁর চিকিৎসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে প্রায় ২০ ঘণ্টা ধরে ফিডিং টিউবের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। কঠিন প্রায় খেতে পারেন না। সমস্তটাই তরল। অধিকাংশ সময়ে তিনি হুইল চেয়ারেই থাকছেন।


কী ভাবে যে কোনও বস্তু থেকে অ্যালার্জির এই কষ্টটা বন্ধ হতে পারে?


বিশেষজ্ঞেরা খুব সাধারণ একটা উপায় বলছেন। তাঁরা বলছেন, নিয়মিত বা ঘন ঘন ব্রাশ করার সুঅভ্যাস অনেক সময়ে অ্যালার্জিজনিত এই অসুস্থতা কমাতে পারে।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Money Spilling: টাকা উড়ছে রাস্তায়, শুধু ধরার অপেক্ষা! কোথায় জানেন?