নিজস্ব প্রতিবেদন: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে খুল্লামখুল্লা সমর্থন করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। শুধু তাই নয়, কাশ্মীরে লস্কর-ই-তৈবার জিহাদকেও জোর গলায় সমর্থন করেছে দীর্ঘকাল নির্বাসনে কাটানো এই পাক সামরিক নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের নেতা-মন্ত্রীদের কাশ্মীরের আজাদিকে সমর্থন করা নতুন কিছু নয়। কিন্তু রাষ্ট্রসংঘ ‌যাকে জঙ্গি বলে ঘোষণা করেছে তাকে প্রকাশ্যে সমর্থন করলেন মুশারফ, এতেই অবাক কূটনৈতিক দুনিয়া। পাকিস্তানের এআরআই চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে মুশারফ বলেন, ‘হাফিজ সইদকে আমি খুবই পছন্দ করি। তাঁর সঙ্গে দেখাও হয়েছে। জামাত-উদ-দাওয়াকেও সমর্থন করি। লস্কর-ই-তৈবারও আমি একজন বড় সমর্থক।'


পাক অধিকৃত কাশ্মীরে ডেরা বেঁধে রয়েছে লস্কর-ই-তৈবা। পাকিস্তান সরকারের বিভিন্ন মহল থেকে তাদের সাহা‌য্য করা হয় বলে বারেবারেই অভি‌যোগ উঠেছে। কাশ্মীরে নাশকতা ও ভারতের বিভিন্ন জায়গায় তাদের জঙ্গি কার্যকলাপের প্রমাণও বহুবার মিলেছে। এরকম এক অবস্থায় কাশ্মীরে লস্করের জিহাদকেও সরাসারি সমর্থন করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রপতি। এনিয়ে বলতে গিয়ে মুশারফ বলেন, ‘হ্যাঁ, ওরা কাশ্মীরে সক্রিয়। ওদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।‘


কাশ্মীরে লস্করের জঙ্গি কা‌র্যকলাপের কথা বলতে গিয়ে মুশারফ বলেন, ‘আমি সব সময়েই কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। ভারতীয় সেনাবাহিনী সেখানে নির্মম অত্যাচার চালাচ্ছে। লস্কর একটি শক্তিশালী সংগঠন। কিন্তু মার্কিন ‌যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌যোগসাজশে ভারত ওদের জঙ্গি বলে ঘোষণা করেছে।‘


ভারত বারেবারেই বলে এসেছে মুম্বই হামলার মাথা হাফিজ সইদ। কিন্তু সেই সইদকে বেশকিছু দিন গৃহবন্দি করে রাখার পর তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাক আদালত। এনিয়ে মুশারফ বলেন, ‘মুম্বই হামলার সঙ্গে হাফিজ সইদ জড়িত বলে আমার মনে হয় না। পাকিস্তানে আমার ওকে জঙ্গি বলি না। একটা কথা স্পষ্ট, হাফিজ সইদ ভারতের কাছে একটা ইস্যু, রাষ্ট্রসংঘের কাছে নয়।’


আরও পড়ুন-সফরের দ্বিতীয় দিনে কলকাতায় ঐতিহ্যসফর রাষ্ট্রপতির