সফরের দ্বিতীয় দিনে কলকাতায় ঐতিহ্যসফর রাষ্ট্রপতির
ঠাকুরবাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা রাষ্ট্রপতির, ঘুরে দেখলেন নেতাজি ভবন-বেলুড় মঠ
![সফরের দ্বিতীয় দিনে কলকাতায় ঐতিহ্যসফর রাষ্ট্রপতির সফরের দ্বিতীয় দিনে কলকাতায় ঐতিহ্যসফর রাষ্ট্রপতির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/29/100551-22222333.jpg999999999.jpg)
নিজস্ব প্রতিবেদন: জোড়াসাঁকোয় কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কলকাতা সফরের দ্বিতীয় তিনি বুধবার সকাল থেকেই একাধিক ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিতে যান রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির কর্মসূচি শুরু হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। ঘুরে দেখেন নেতাজি ভবন, বেলুড় মঠ।
বুধবার রাষ্ট্রপতির ঠাসা কর্মসূচিতে দ্বিতীয় গন্তব্য ছিল নেতাজি ভবন। জোড়াসাঁকো থেকে বেরিয়ে রাষ্ট্রপতির কনভয় সকাল আটটা নাগাদ পৌঁছে যায় এলগিন রোডে নেতাজি ভবনে। নেতাজির স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন কোবিন্দ। প্রায় ঘণ্টাখানেক সেখান কাটান রাষ্ট্রপতি।
নেতাজি ভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতি চলে যান বোস ইনস্টিটিউটে। ঐতিহ্যবাহী বোস ইনস্টিটিউটের শতবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও। বোস ইনস্টিটিউট থেকে বেরিয়ে রাষ্ট্রপতির চলে যান বেলুড় মঠে। মঠ ও মন্দির ঘুরে দেখেন। প্রসঙ্গত, আজই রাষ্ট্রপতির দিল্লি ফিরে যাওয়ার কথা। দুপুর একটা নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
আরও পড়ুন-কলকাতা এসটিএফের জালে আনসারউল্লা বাংলার জঙ্গি, নেপাল সীমান্তে পাকড়াও আফতাব