জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প মারা গিয়েছেন? স্বয়ং ট্রাম্পপুত্রের এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে এরকমই একটা লাইন পোস্ট করা হয়েছে। সারা পৃথিবী জানল না, ট্রাম্প সহসা মারা গেলেন! না, মুহূর্তে জানা গেল ঘটনা মোটেই তা নয়। ট্রাম্পের ছেলের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সেই হ্যাকড হওয়া অ্যাকাউন্ট থেকেই বাবার মৃত্যুসংবাদ প্রচারিত হয়ে গেল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Alien Like Fossils Revealed: হাজার বছরের পুরনো এলিয়েনের কঙ্কালের ভিতরে ডিম কোথা থেকে এল!


ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের অ্যাকাউন্ট থেকে শুধু যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃ্ত্যুসংবাদই প্রচারিত হয়েছে তাই নয়, উত্তর কোরিয়া থেকে জেফ্রি এপস্টেইন-- ভুল খবর প্রচারিত হয়েছে এই প্রসঙ্গেও।


যা যা পোস্ট হয়েছে ট্রাম্পের ছেলের অ্যাকাউন্ট থেকে, তার কিছু নমুনা:


'নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড'  


'আই অ্যাম স্যাড টু অ্যানাউন্স, মাই ফাদার ডোনাল্ড ট্রাম্প হ্যাজ পাসড অ্যাওয়ে। আই উইল বি রানিং ফর প্রেসিডেন্ট ইন ২০২৪'


'দিস জাস্ট ইন: নর্থ কোরিয়া ইজ অ্যাবাউট টু গেট স্মোকড'


আরও পড়ুন: Pakistan: 'ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে, আর পাকিস্তান এখনও ভিক্ষে করছে' ক্ষুব্ধ বিরক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী...


'সাম ইন্টারেস্টিং মেসেজেস উইথ জেফ্রি এপস্টেইন..'


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)