নিজস্ব প্রতিবেদন: মালিতে বিমানহানা চালিয়ে ৫০ আল কায়দা জঙ্গিকে খতম করল ফ্রান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে সোমবার রাতে এক টুইট করে জানিয়েছেন, মালিতে শুক্রবার অভিযান চালায় ফরাসি বায়ুসেনা। ওই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জেহাদি। এদের কাছ থেকে বিপুল অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ওই অভিযানের প্রয়োজন হয়ে পড়েছিল।


আরও পড়ুন-বেহালা পর্ণশ্রীতে 'হাড়হিম' করা ঘটনা, নবদম্পতির এমন পরিণতিতে হতভম্ব এলাকাবাসী!


নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী অঞ্চলে ওই অভিযান চালানা হয়। বহুদিন থেকেই অঞ্চলটিকে জঙ্গিমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন পার্লে।


উল্লেখ্য, একাধিকবার জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। পরিস্থিতি ঠেকাতে পশ্চিম আফ্রিকার একাধিক দেশে জঙ্গি দমনের জন্য সেনা মোতায়েন করেছে ফরাসি সরকার।


আরও পড়ুন-দুর্গাপুরে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল দেহ!


২০১৩ সালে ফরাসি অভিযানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় মালির বিদ্রোহীরা।  গত অগাস্টে মালির প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সে দেশের সেনা। আন্তর্জাতিক চাপে পড়ে শেষপর্যন্ত সেখানে একটি অসামরিক সরকার গড়তে বাধ্য হয়েছে সেনা। সেই সরকারের নজরদারিতেই মালিতে সাধারণ নির্বাচন হবে।