নিজস্ব প্রতিবেদন: একটি বিদেশী বিড়াল পোষার সখ হয়েছিল দম্পতির। অবশেষে সেই ইচ্ছাকে সবুজ সংকেত দয়ে কিনে ফেলে এক বিড়াল বাচ্চাকে। একেবারে দর কাষাকষি করে দাম করে ওই বিদেশী বিড়ালের। ঘরে নিয়ে আসে সেই বিড়ালছানাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরমান্ডির বন্দর শহর লে হাভেরের এই দম্পতি একটি অনলাইন বিজ্ঞাপনে  দেখে সাভানাহ বিড়ালটি কিনতে চেয়েছিলেন। এটি আফ্রিকান সার্ভাল এবং একটি গৃহপালিত বিড়ালের মধ্যে  ক্রস, যা পোষা প্রাণী হিসাবে বাড়িতে রাখা আইনী।


৬০০০ ইউরো দিয়ে সেই বিড়াল কেনে দম্পতি। তবে, এক সপ্তাহ ধরে যত্ন নেওয়ার পর সেই বিড়ালছানা তাদের কাছে সন্দেহজনক হয়ে ওঠে। ডেকে আনে স্থানীয় পুলিশকে। বন দফতরের আধিকারিকরা এসে জানায়, এটি বিড়াল নয়, বাঘের বাচ্চা।