জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের জুলাইয়ে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেয়ে এসেছিলেন। তার মধ্যে অন্যতম কারণ হল নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কাজেই এ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের কাছে দেশের সাধারণ মানুষের অন্যতম প্রত্যাশা হল নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ। কিন্তু অন্তর্বর্তী সরকারের দুই মাস পার হলেও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তেমন সফলতা দেখা যাচ্ছে না। উল্টো চাল, ভোজ্যতেল, ডিম, মুরগি, চিনি ইত্যাদির পণ্যের দাম আরও বেড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিনিসপত্রের আকাশছোঁয়া দামে নাজেহাল ওপার বাংলাবাসী। তারই মধ্যে একজন ঢাকার বাসিন্দা রাবেয়া ইয়াসমীন তুললেন গুরুতর অভিযোগ। আড়াই বছর ধরে তিনি ফুসফুসের রোগে জর্জরিত। প্রতিদিন গড়ে ১৭০ টাকার ওষুধ খেতে হয় তার। অভাবের সংসারে ওষুধ কিনতে হিমশিম। তার মধ্যেই হঠাৎ একসঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত স্বামী ও ছয় বছরের মেয়ে। পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ আসার পর ওষুধ নয়, তাদের খাবারের খরচ মেটাতেই হিমশিম রাবেয়া।


আরও পড়ুন:Pushpa 2: ধারে কাছে নেই কেউ! ৪ দিনের আয়ে 'পুষ্পা ২' কাঁপাচ্ছে গোটা দেশ...জানেন কত?


তিনি অভিযোগ জানান, ডাক্তার তাঁকে ওষুধের পরিবর্তে পেঁপে, লেবু, মাল্টা, ডাব, স্যালাইন-সহ ফল-ফ্রুট বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন। রাবেয়া উল্টে ডাক্তার জানিয়েছে ফলের যা দাম, তার থেকে ওষুধ লিখে দিলেই ভালো। তবে এক্ষেত্রে শুধু একা রাবেয়া নন, বাংলাদেশে ডেঙ্গি আক্রান্ত অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের রোগীর খাবার খরচ মেটাতে হিমশিম অবস্থা। ডেঙ্গি থেকে পরিপূর্ণভাবে সেরে উঠতে বাড়তি খাবারের পেছনে বড় অংকের অর্থ গুনতে হচ্ছে তাদের। মধ্যবিত্ত পরিবারের রোগীরাও কুলিয়ে উঠতে পারছেন না।


উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যেকার উত্তেজনা প্রশমনে সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর এদিনই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির কাছে এক অদ্ভূত আবদার করে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।


আরও পড়ুন:Awami League Leaders Arrest: ধর্ষণের অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৪ বর্বর নেতা...


সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস। সেই বৈঠকে ইউ-ভূক্ত দেশগুলির কূটনীতিকদের কাছে ইউনূস অনুরোধ করেন, দিল্লি থেকে আপনাদের ভিসা সেন্টার সরিয়ে ঢাকা বা অন্য কোনও প্রতিবেশী দেশে নিয়ে যান। ইইউ-র ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)