জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের জার্মান দূতাবাস রবিবার ভারতের ডিজিটাল পরিকাঠামোর বিপুল প্রশংসা করল। যে ডিজিটাল পেমেন্ট মডেল ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে, তার ভূয়সী প্রশংসা করল জার্মান দূতাবাস। 'ডিজিটাল অ্যান্ড ট্রান্সপোর্ট'-র জার্মানির ফেডেরাল মিনিস্টার ভোলকার উইসিং 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' ('ইউপিআই') ব্যবহার করে পেমেন্ট করতে সফল হন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pakistan: ভয়ংকর পথদুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু, আহত বহু...


জার্মানির ফেডেরাল মিনিস্টার ভোলকার উইসিং এদিন এক সবজি বিক্রেতাকে 'হ্যাসল ফ্রি' পেমেন্ট করতে সক্ষম হন। এ নিয়ে ট্যুইটও করেন তিনি। সেখানে তিনি এই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা 'ইউপিআই'-এর প্রশংসা করেন।


গতকাল বেঙ্গালুরুতে জি ২০ ডিজিটাল মিনিস্টারস মিটিং হয়ে গেল। এর আগের দিন ১৮ অগস্ট ভোলকার উইসিং বেঙ্গালুরুতে পৌঁছন। তিনি বলেন, ইন্দো-জার্মান কো-অপারেশন দিনে দিনে বাড়বে। দুটি দেশের ডিজিটাল ডায়লগ বাড়বে। এই 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা 'ইউপিআই' ব্যবস্থা একটি 'মোবাইল-বেসড ব়্যাপিড পেমেন্ট সিস্টেম'। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ভারত ক্রমশ জাঁকিয়ে বসছে। এ তারই ইঙ্গিত। বিশ্বে এই মুহূর্তে ভারত ছাড়াও ফ্রান্স রয়েছে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বিশেষ অগ্রণী।


আরও পড়ুন: Global Water Scarcity: বিশ্ব জুড়ে ৪০০ কোটিরও বেশি মানুষ চরম জলসংকটে পড়তে চলেছেন! ভারতেও কি খরা?


সব থেকে বড় কথা হল, এবার থেকে পর্যটকেরা বিদেশে গিয়ে রুপিতেই পেমেন্ট করতে পারবেন! আপাতত আইফেল টাওয়ার থেকেই এর শুরু। এখন সেখানে গিয়ে পর্যটকেরা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন! 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)