Pakistan: ভয়ংকর পথদুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন লেগে ১৬ জনের মৃত্যু, আহত বহু...
Pakistan Bus Accident: যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিক-আপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরে। মুখোমুখি সেই সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে বড় ধরনের পথদুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিক-আপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরে। মুখোমুখি সেই সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জন নিহত হন। ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ, রবিবার ভোরে ভাটিয়ানের কাছে ফয়জলাবাদের সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে গির্জায় আগুন, খ্রিস্টানদের বাড়িতে ভাঙচুর! উদ্বিগ্ন জো বাইডেন...
পাকিস্তান পুলিস জানিয়েছে, রবিবার স্থানীয় সময় ভোর চারটে নাগাদ ভাটিয়ান ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি ডিজেল ড্রাম বহনকারী একটি পিক-আপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পরেই বাসটিতে আগুন লেগে যায়। উদ্ধারকারীরা জানান, প্রায় ৩৫-৪০ জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল বাসটি। নিহতদের মধ্যে বাস ও পিক-আপ ভ্যানের চালকও রয়েছেন।
পিন্ডি ভাটিয়ান ও ফয়জলাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের বলে জানিয়েছেন পাকিস্তানের স্থানীয় ওই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: Global Water Scarcity: বিশ্ব জুড়ে ৪০০ কোটিরও বেশি মানুষ চরম জলসংকটে পড়তে চলেছেন! ভারতেও কি খরা?
পিন্ডি ভাটিয়ান পুলিসের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন।