ওয়েব ডেস্ক : দুই যুগেরও বেশি সময়ের লড়াই। অবশেষে স্বীকৃতি। রবিবার জার্মানিতে প্রথম সমকামী বিবাহ অনুষ্ঠিত হল। ৬০ বছরের বোডো মেন্ডে ও ৫৯ বছরের কার্ল ক্রেইলি আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সামাজিক বিয়ের স্বীকৃতি মিলছে তাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯০ সাল থেকেই জার্মানিতে সমকামীদের বিবাহে স্বীকৃতি দেওয়ার দাবি উঠে আসছিল। অবশেষে এতদিনে সেই স্বীকৃতি দেওয়া হল। দেশের বার্লিন, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, হামবার্গ সহ একাধিক শহরে একইসঙ্গে বিবাহ আবদ্ধে বাধা পড়বেন কয়েকশো সমকামী।  বর্তমানে জার্মানিতে ৯৪ হাজার সমকামী রয়েছেন।


আরও পড়ুন- রাজপুত্রের সামনেই 'চুরি'? ইন্টারনেটে ভাইরাল ভিডিও


জার্মানির আগে ইউরোপে আরও ১৪টি দেশ এই প্রথাকে স্বীকৃতি দিয়েছে। এবার সেই তালিকায় যোগ দিল তারাও। একটি সমীক্ষায় দেখা গেছে, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষই এই প্রথার সমর্থনে রয়েছেন। এরপরই সমকামী বিহাহে ছাড়পত্র দেওয়া হয় জার্মান সরকারের পক্ষ থেকে।