ওয়েব ডেস্ক : ২০৩০ সাল থেকে পেট্রল ও ডিজ়েল চালিত সমস্ত গাড়ি বিক্রি নিষিদ্ধ করল জার্মানি। সেদেশের ১৬টি প্রদেশের আইনসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি পেট্রোল ও ডিজেল চালিত গাড়িতে চড়ায় বেশি কর আরোপের প্রস্তাবও গ্রহণ করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানে বলা হয়েছে, দেশে দূষণ রোধে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরেই ২০৩০ সাল থেকে জার্মানিতে পেট্রল ও ডিজ়েল চালিত গাড়ি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। তবে, তার বদলে বিদ্যুৎচালিত গাড়ি চলবে সেখানে।


নিজেদের দেশের পাশাপাশি এই ইউরোপের বাকি দেশগুলোকেও এই প্রস্তাব দিয়েছে জার্মান সরকার। তার জন্য ইউরোপিয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে তারা। তবে, বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিন গাড়ির প্র‌যুক্তিকে জনপ্রিয় করে তোলা জার্মানির পক্ষে কঠিন হবে না।