ওয়েব ডেস্ক: জঙ্গলের মধ্যের সরু রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়িটা। গাছপালার মনোরম আবহাওয়া, পাখির মিষ্টি ডাক, ফুলের মিষ্টি গন্ধ গোটা পরিবেশটাকে মাতিয়ে রেখেছিল। জানালার পাশে বসে প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে হঠাত্‌ মনে হল যেন একটু দূরে কেউ রাস্তা থেকে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে। জানা ছিল ওই এলাকায় বিশেষ বসতি নেই বলেই। তবু ওরকম একটা নির্জন জায়গায় মানুষ দেখে তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছে হল। গাড়িটা জোর চালিয়ে গেলেন ওই জায়গাটায়। কিন্তু ওখানে পৌঁছে যা দেখলেন, তাতে দিনে দুপুরে গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলেন গোটা এলাকায় কেউ নেই। অথচ একটা ছায়া হেঁটে জঙ্গলের মধ্যে ঢুকে গাছের মধ্যে হঠাত্‌ হারিয়ে গেল.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটা কোনও গল্প নয়। নিজের চোখে দেখা সত্যি ঘটনা। এক ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে নিজের চোখে দেখা এই ঘটনাটি ক্যামেরাবন্দী করেছেন। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


অনেকেই বলছেন, ভিডিওটা সত্যিই ভয় ধরানোর। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটা কোনওভাবে ক্যামেরার কারসাজি হতে পারে। সব মানলাম, তবু ভয় পেতে মাঝে মাঝে ভালোলাগে।


দেখুন সেই আতঙ্ক ধরানো ভাইরাল হওয়া ভিডিওটা-